পুজোয় ঠাকুর দেখতে বেরোবেন তো, পথ দেখাবে বিশেষ App ডিজিটাল ক্যানভাস 

মাঝে মাত্র আর কয়েকটা মাস। তারপরেই বাঙালির প্রাণের উৎসব। দুর্গাপুজো মানেই অনেক কিছুর সঙ্গে অবশ্যই প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা। বিশেষ করে কলকাতার দুর্গাপুজো। তবে পুজোতে ঠাকুর দেখতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। জেলা থেকে অসংখ্য মানুষ আসেন, যাদের রাস্তা চিনতে অসুবিধায় পড়তে হয়। একই ভাবে পুজোর সময় কলকাতায়ও একাধিক রাস্তার রুট বদলে যায়, ফলে ঠাকুর দেখতে বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে হয়। এবার এসব থেকেই মুক্তি দেবে একটি বিশেষ App।

ডিজিটাল ক্যানভাস নামে একটি বিশেষ app পুজোর সমস্ত খুঁটিনাটি নিয়ে আসছে। কোন পথে ঠাকুর দেখতে যাবেন, কোন পথে গেলে শহরের সেরা পুজোগুলোর হদিস পাবেন, সবই মিলবে app-এ। এখানেই শেষ নয়, পুজোয় গাড়ি নিয়ে ঠাকুর দেখতে গেলে পার্কিং নিয়ে সমস্যায় পড়তে হয়। পার্কিং-এর জায়গা খুঁজতে ঢের সময় ব্যয় করতে হয়। তা নিয়েও সব তথ্য দেবে ডিজিটাল ক্যানভাস।

এছাড়াও বাংলার দুর্গাপুজোর ইতিহাস, অঞ্জলি থেকে সন্ধি পুজোর সমস্তটার নির্ঘন্ট সমস্ত তথ্যই মিলবে app-এ। পুজোর আগে আগেই প্লে স্টোরে App-টা পাওয়া যাবে।

 

Comments are closed.