এঁরা কোন দিকে থাকে বোঝা যায় না; পদ্ম ত্যাগী সব্যসাচীকে তীব্র কটাক্ষ দিলীপের 

দলত্যাগীদের বরাবরই তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সব্যসাচীর বেলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সব্যসাচী দত্তের পদ্ম ত্যাগ নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে নাম না করে বলেন, এঁদের  মতো অনেকেই আছেন যাঁরা কোন দিকে থাকেন বোঝা যায় না। দিলীপ ঘোষের কটাক্ষ, এঁরা যত তাড়াতাড়ি যাবেন, আমরা গুছিয়ে কাজ করতে পারবো। 

সেই সঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি আরও বলেন, দলের পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে, কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। ওনাকে ভোটের টিকিটও দেওয়া হয়েছিল। সব্যসাচীকে তাঁর খোঁচা, আসলে ওঁরা ঠিক করে উঠতে পারছে না কোনও দিকে যাবেন। এঁদের জন্য দলে কোনও প্রভাব পড়বে না। একই সঙ্গে বিজেপি সাংসদ আরও বলেন, ভোটের আগে একের পর এক এসেছিলেন, এখন চলে যাচ্ছেন। 

যদিও সব্যসাচীর দলত্যাগ নিয়ে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দলত্যাগ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত।  তবে উনি থাকলে ভালো হত। 

উল্লেখ্য, সব্যসাচীর দলত্যাগ নিয়ে তৃণমূলের অন্দরেও ক্ষোভ দেখা দিয়েছে। সাংসদ সৌগত রায় বলেন, যাঁরা ভোটের আগে দলের নামে সমালোচনা করেছেন তাঁরা আবার ফিরে এলে কর্মীদের মনোবল ধাক্কা খাবে।         

Comments are closed.