সুরাপ্রেমীদের জন্য সুখবর; বাড়িতেই বসেই মাত্র ১০ মিনিটে পেয়ে যাবেন পছন্দের পানীয়, কিন্তু কীভাবে ? 

সুরাপ্রেমীদের জন্য সুখবর। বাড়িতেই বসেই অর্ডার করে পছেন্দের পানীয় পেয়ে যাবেন এবার মাত্র ১০ মিনিটে। হায়দ্রাবাদের একটি স্টার্টআপ কোম্পানি তেমনটাই দাবি করেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের আবগারি দপ্তর মদের মদের হোমডেলিভারিয়াতে ছাড়পত্র দিয়েছে। অতএব এখন পান করতে ইচ্ছে করলে, দোকানে যাওয়ার জন্য কষ্ট করতে হবে না।  

BRRONZIE নামক হায়দ্রাবাদের ওই কোম্পানি সম্প্রতি মদের হোমডেলিভারি নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করেছে। সংস্থার দাবি, অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে গ্রাহকরা তাঁদের বাড়িতে বসেই পছন্দের পানীয় পেয়ে যাবেন।সংস্থার তরফে আরও জানানো হয়েছে, AI প্রযুক্তির মাধ্যমে তাঁরা এই কাজটি করবেন। গ্রাহকরা অর্ডার করার পরেই তাঁদের নিকিটবর্তী দোকান থেকে মদ ‘দুয়ারে’ পৌঁছে যাবে। 

উল্লেখ্য, বাড়িতে বসেই অর্ডার করে মদ পাওয়ার ব্যবস্থা করোনা কাল থেকেই চালু ছিল। আবগারি মদের হোম ডেলিভারি কোম্পানিগুলোকে আগেই সম্মতি দিয়েছিল। কিন্তু সেগুলো সবকটাই অর্ডারের ৩০ মিনিট থেকে ১  ঘন্টার মধ্যে বাড়িতে পানীয় পৌঁছে দিত। কোনও কোনও ক্ষেত্রে এক দিনও সময় লাগতো। অনেক সময় গ্রাহকরা হোম ডেলিভারির সুবিধাও পেতেনও না। প্রযুক্তিগত কারণেও অনেক সময় অর্ডার করতে সমস্যা তৈরী হত। হায়দ্রাবাদের ওই সংস্থার দাবি, তাদের APP ব্যবহার করে গ্রাহকরা খুব সহজেই বাড়িতে বসেই পরিষেবা পাবেন। যদিও এখনও পরীক্ষামূলক পর্যায়ে চালু রয়েছে এটি। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের সবত্র এই পরিষেবা চালু হতে চলেছে। 

Comments are closed.