দুর্যোগের মুখে জরুরি অবতরণ, পায়ে কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী; বিশেষ বিমানে আনা হচ্ছে কলকাতায় 

দুর্যোগের মুখে পড়ে জরুরি অবতরণ করানো হয়েছে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টরের। শেষ পাওয়া খবর অনুযায়ী, হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে, কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রাথমিক চিকিৎসা হয়েছে। বিশেষ বিমানে করে কলকাতায় আনা হচ্ছে মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে, কলকাতায় ফিরে চিকিৎসা করাতে পারেন মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার জলপাইগুড়ির জনসভা শেষ করে কপ্টারে করে বাগডোরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রী কপ্টার। বৈকন্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড় জলের মুখে পরে কপ্টারটি। বড়সড় দুর্ঘটনা এড়াতে পাইলট সেবক বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ করান কপ্টারটির। সেখানেই কপ্টার থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে পায়ে, কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বর্তমানে মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন। 

Comments are closed.