হরিয়ানায় কৃষকদের বিক্ষোভ চলছে। আর যার জেরে শুক্রবার হাওড়া এবং শিয়ালদহ শাখায় কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিল হয়েছে কলকাতা স্টেশন থেকেও। সেই সঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেসও দেরিতে ছাড়বে। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
হরিয়ানার অম্বলা ক্যান্টনমেন্ট, ফিরোজপুর ক্যান্টনমেন্ট ডিভিশনে কৃষক বিক্ষোভ চলছে। যা কারণেই রেলওয়ের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। শুক্রবার হাওড়া থেকে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলো হল, হাওড়া অমৃত্সর এক্সপ্রেস( ১৩০০৫) এবং হাওড়া-কলকা নেতাজি এক্সপ্রেস( ১২৩১১)।
শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে, শিয়ালদহ অমৃত্সর এক্সপ্রেস( ১২৩৭৯) এবং কলকাতা স্টেশন থেকে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস ( ১৩১৫১)।
পাশাপাশি রেলের তরফে জানা গিয়েছে, হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস যেটি হাওড়া থেকে ভোর ৫টা ৫৫মিনিটে ছাড়ে সেটি এদিন একঘন্টা দেরিতে ছেড়েছে।
Comments are closed.