বৃহস্পতিবার নবান্নের তরফে জানানো হয়েছিল, পুজোর সময় নাইট কারফিউ শিথিল করা হচ্ছে। কিন্তু পুজোয় রাতে নাইট কারফিউ না থাকলেও মণ্ডপে ঢোকার ক্ষেত্রে নো এন্ট্রি থাকছে। জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে এবারও দুর্গাপুজো ও কালী পুজো হতে চলেছে দর্শকশূন্য মণ্ডপেই। বৃহস্পতিবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে পুজো মণ্ডপে নো এন্ট্রি জোন রাখার বিষয়ে সায় দিলে আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
গত বছরের মতন এই বছরও মণ্ডপে নো এন্ট্রির সঙ্গে জারি থাকছে কিছু বিধি নিষেধ। এরফলে মণ্ডপে যাঁরা ঢুকবেন, তাঁদের তালিকা আগে থেকে তৈরি রাখতে হবে। সেই নাম পরে বদলানো যাবে না।ছোট পুজো মণ্ডপগুলির ক্ষেত্রে পাঁচ মিটার দূরে ব্যারিকেড করতে হবে। আর বড় পুজোগুলির ক্ষেত্রে ১০ মিটার দূরে ব্যারিকেড করতে হবে। যাঁরা মণ্ডপে প্রবেশ করবেন তাঁদের তালিকা আগে থেকে ঠিক করে রাখতে হবে। ছোট পুজো মণ্ডপগুলিতে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ১৫ জন পুজো উদ্যোক্তা এবং বড় পুজোর ক্ষেত্রে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ২৫ জন পুজো উদ্যোক্তা।
Comments are closed.