ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় সময়সীমা বাড়ল, কমলো দুটি ট্রেনের মধ্যে ব্যবধান
শিয়ালদহ - সল্টলেক মেট্রো শুরু আজ থেকেই
ইস্ট – ওয়েস্ট মেট্রো এবার চালু হবে সকাল ৭ টায়। ট্রেন চলবে রাত ৯.৩০ পর্যন্ত। পাশাপাশি দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও কমানো হয়েছে বলে জানিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। আগে ৩০ মিনিট অন্তর মেট্রো চলত। কিন্তু এবার থেকে ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। আর অন্য সময়ে চলবে ১২ মিনিট অন্তর।
এরআগে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় প্রথম ট্রেন চালু হত সকাল ৮ টায়। আর শেষ মেট্রো ছিল সন্ধ্যা ৭.৩০ টায়। এবার থেকে সকাল ৭ টা থেকেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ট্রেন চলবে রাত ৯.৩০ পর্যন্ত। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করা হবে। এরপর যাত্রী সংখ্যা আরও বাড়বে। আরও লাভ জনক হবে মেট্রো পরিষেবা। তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পাশাপাশি দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন যাত্রী কম থাকার কারণেই কম মেট্রো চালানো হচ্ছিল। তবে আগের মতন রবিবার বন্ধই থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। যাত্রী সংখ্যা আরও বাড়ল ভবিষ্যতে রবিবার ট্রেন চালানো হবে বলে মেট্রো সূত্রে খবর। দিনে ১০০ মেট্রো চলবে বলেই জানা গিয়েছে।
Comments are closed.