কোনও কিছুই যেন ভালো হচ্ছে না ইস্টবেঙ্গলে। এতদিন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট এবং স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর মধ্যে সমস্যা হতে দেখা যায়নি। অন্তত হলেও তা বাইরে প্রকাশ পায়নি। এবার সেটাই হল। গত বছর আই লিগের আগে কুয়ালালামপুরে আবাসিক শিবির করেছিল ইস্টবেঙ্গল। এ বছর আলেজান্দ্রো চেয়েছিলেন স্পেনে এই আবাসিক শিবিরটি করতে। এ জন্য নিজেই স্পেনে বিভিন্ন জায়গায় পরিকাঠামোর দিকগুলো খতিয়ে দেখেছিলেন। বাজেট নিয়েও কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা সিদ্ধান্ত নেয়, যেহেতু তারা আগামী মরসুম থেকে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবেন না, তাই নতুন করে ইস্টবেঙ্গলের জন্য বড় বিনিয়োগ তারা করবে না। তাই স্পেন, মালয়শিয়া, ভিয়েতনামের নাম উঠলেও শেষ পর্যন্ত আবাসিক শিবির করার সিদ্ধান্ত হয় কলকাতাতেই। আর এতেই বিস্তর চটেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।
বুধবার থেকে ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হলেও আলেজান্দ্রো প্রথম দিনের অনুশীলনে ছিলেন না। তিনি বৃহস্পতিবার বিমানবন্দরে নেমে সরাসরি অনুশীলনে যোগ দেন। অনুশীলনের পর তিনি সাংবাদিকদের জানান, আমি স্পেনে আবাসিক শিবির করতে চেয়েছিলাম। কারণ ওখানে পরিকাঠামোগত সমস্ত সহায়তা আমি পেতাম। আমরা অনেক ভালোভাবে আই লিগের জন্য তৈরি হতে পারতাম। কিন্তু এখানে সে সব কোন পরিকাঠামো নেই। কিন্তু কী আর করা যাবে এখানেই আই-লিগের প্রস্তুতি সারতে হবে।”
স্প্যানিশ কোচের কথাতেই পরিষ্কার, আবাসিক শিবিরের ইস্যু নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার দূরত্ব অনেকটাই বেড়েছে।
Comments are closed.