আই লিগ ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে, বিশেষত কলকাতার দুই প্রধানের সমর্থকদের কাছে অনেকটা শারদীয়ার মতো। সারা বছর ধরে হাপিত্যেশ করে বসে থাকা আই লিগের জন্য। এ বছরই হয়তো শেষবারের মতো আই লিগে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর শেষ বছরে আই লিগে প্রিয় দলের ম্যাচ দেখতে বেশ কষ্ট করতে হবে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলির সমর্থকদের। বড় ম্যাচ ছাড়া সব ম্যাচই কল্যাণীতে। কল্যাণী যেতে আসতে অনেকটা সময় লাগবে শহরের সমর্থকদের। আর তার সঙ্গে যুক্ত হয়েছে ইস্টবেঙ্গল ম্যাচের অতিরিক্ত টিকিটের দাম। ১০০ টাকার টিকিট থাকলেও কল্যাণী স্টেডিয়ামের সেই অংশে বসে খেলা দেখা বেশ সমস্যার। কল্যাণীতে ম্যাচ থাকলে মূলত স্টেডিয়ামের যে অংশগুলো সবথেকে বেশি ভিড় হয়, সেখানকার টিকিটের ন্যূনতম দাম ২০০ টাকা। বাকি অংশের দাম ৩৫০ ও ৬০০ টাকা। টিকিটের চড়া দাম দেখে সমস্যায় পড়েছেন সমর্থকরা। কারণ, কল্যাণী যাওয়া আসার খরচ, সঙ্গে টিকিটের চড়া দাম। বিপুল সংখ্যক ইস্টবেঙ্গল সমর্থকদের পক্ষে এই খরচ চালিয়ে যাওয়া বেশ মুশকিল। আর তাঁদের ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ মোহনবাগানের টিকিটের কম দাম। ইস্টবেঙ্গলের টিকিটের দাম যেখানে ১০০, ২০০, ৩৫০ ও ৬০০ টাকা। মোহনবাগানের হোম ম্যাচের টিকিটের দাম যথাক্রমে ৩০, ৫০, ১০০ ও ২০০ টাকা। গোটা ঘটনাটি নিয়ে ফেসবুকে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এখন দেখার এই টিকিটের দাম শেষ পর্যন্ত কমায় কিনা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।
Comments are closed.