আই লিগের ফিরতি বড় ম্যাচ নাও হতে পারে যুবভারতীতে!

যুবভারতীর বিপুল পরিমাণ ভাড়া না দিতে পেরে কল্যাণীতে আই লিগের হোম ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এতদিন ঠিক ছিল অন্য ম্যাচ না হলেও, বড় ম্যাচ যুবভারতীতেই খেলবে কলকাতার দু’প্রধান। কিন্তু পরিস্থিতি যা তাতে এবার হয়তো সরে যেতে পারে একটি বড় ম্যাচ। যুবভারতী কর্তৃপক্ষকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে বড় ম্যাচ আয়োজন করতে রাজি নয় ইস্টবেঙ্গল। তাদের দাবি, বড় ম্যাচ যুবভারতীতে আয়োজন করতে প্রায় ৩৫ লক্ষ টাকার ধাক্কা। এই বিপুল পরিমাণ টাকা খরচ করে লাভের মুখ বিশেষ দেখা যাবে না। তাই অন্য কোথাও ম্যাচ আয়োজন করতে চাইছেন তারা।
এ বিষয়ে এগিয়ে আছে বেঙ্গালুরু। ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের মূল অফিস বেঙ্গালুরুতে। তাই তারা চাইছে বড় ম্যাচ সেখানে আয়োজন করতে। তবে তাতে সমস্যাও আছে। কলকাতা থেকে অত দূরে বড় ম্যাচ আয়োজন করলে সমর্থকদের পক্ষে যাওয়া মুশকিল। বড় ম্যাচের আমেজও নষ্ট হবে। তাই অন্য কোথাও ম্যাচ আয়োজন করা যায় কিনা সেটাও ভাবনায় রয়েছে। শিলিগুড়ি এবং ভুবনেশ্বরের নাম আলোচনায় রয়েছে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের এক শীর্ষ কর্তা জানালেন, ‘পুরোটাই এখনও আলোচনার স্তরে রয়েছে। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এখন দেখার শেষ অবধি ১৫ই মার্চের বড় ম্যাচটি কলকাতার বাইরে আয়োজন করে কিনা ইস্টবেঙ্গল।

 

Comments are closed.