দু’প্রধানের সমর্থকদেরই ছুটতে হবে কল্যাণী, আই লিগের সূচিতে ব্যাপক বদল

কলকাতার দল। তবে তাদের খেলা আর কলকাতায় নেই। আই লিগে বড় ম্যাচ ছাড়া, দু’প্রধানের সব ম্যাচ এবার কল্যাণী স্টেডিয়ামে। সুতরাং প্রিয় দলের ম্যাচ দেখতে কল্যাণী ছুটতে হবে দুই প্রধানের সমর্থকদের। মোহনবাগান আগেই জানিয়ে দিয়েছিল তারা কল্যাণীতে খেলবে। ইস্টবেঙ্গল তবু শেষ চেষ্টা করছিল যুবভারতীতে খেলার জন্য। কিন্তু তাতে লাভ হয়নি। যুবভারতীতে একটি ম্যাচ আয়োজন করতে খরচ ১২-১৪ লক্ষ টাকা। আর সেখানে কল্যাণী স্টেডিয়ামে খরচ হবে ৫ লক্ষ টাকা। এছাড়াও যুবভারতীতে ম্যাচ করতে গেলে আরও বেশ কিছু সমস্যার ইদানীং সম্মুখীন হতে হচ্ছে কলকাতার দলগুলোকে। তাই বাধ্য হয়েই কল্যাণী যাচ্ছে তারা।
ইস্টবেঙ্গল অবশ্য চেষ্টা করেছিল নিজেদের প্রথম ম্যাচ, ইস্টবেঙ্গল মাঠে খেলতে। কিন্তু সেই চেষ্টাতেও লাভের লাভ হয়নি। সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ছিল রিয়াল কাশ্মীর এর বিরুদ্ধে, ৩ রা ডিসেম্বর। কিন্তু এই ম্যাচটি শেষ পর্যন্ত হবে ৪ ঠা ডিসেম্বর কল্যাণী স্টেডিয়ামে। এছাড়াও বদল আসছে আই লিগের সূচিতে। ১৪ ই ডিসেম্বর ট্রাউ এফসির সঙ্গে ইম্ফলে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু ফেডারেশনের কাছে ইস্টবেঙ্গল জানায় পর পর অ্যাওয়ে ম্যাচ খেলবে না তারা। তাই পরিবর্তিত সূচিতে ওই একই দিনে ট্রাউ এফসির বিরুদ্ধেই অ্যাওয়ে ম্যাচের বদলে হোম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।

 

Comments are closed.