স্বস্তিতে অভিষেক, সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, ED-কে নির্দেশ সুপ্রিম কোর্টের 

দেশের শীর্ষে আদালতের রায়ে স্বস্তিতে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আগামী সোমবার পর্যন্ত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

দিল্লি নয়, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের কলকাতায় তলব করা হোক। এই দাবি নিয়ে প্রথমে দিল্লির হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রী। দিল্লি হাইকোর্ট তাঁদের আবেদন খারিজ করে দেয়। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক। ওই মামলায় দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছিল, দিল্লি নয় কলকাতার ইডির অফিসেই তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে। সেই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল। আজই অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ শেষ হয়েছে। এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানির কথা থাকলেও তা হয়নি। তবে এদিন বিচারপতিরা জানান, সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন অভিষেকের বিরুদ্ধে ইডি গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। 

উল্লেখ্য এদিনই ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক ব্যানার্জি। কয়েক ঘন্টা কেটে গেলেও তিনি এখনও সিজিও কমপ্লেক্সে রয়েছেন তিনি। এদিন সকাল ১১ টা বেজে ১০ মিনিট থেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। প্রথম দফায় প্রায় তিন ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির অফিসাররা। মাঝে ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজ বিরতির পর ফের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। 

Comments are closed.