কয়লা কাণ্ডে ধরপাকড় শুরু করল সিবিআই, হেফাজতে লালা ঘনিষ্ঠ চার

ইডি আগেই ধরপাকড় শুরু করেছিল, কয়লা কাণ্ডে তদন্তে নেমে এবার গ্রেফতারি শুরু করল সিবিআই। সোমবার আসানসোল ও বাঁকুড়ার চার বাসিন্দাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, ধৃত চার জনেই কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত লালার সহযোগী।

সিবিআই আধিকারিকদের দাবি, নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল ও গুরুপদ মাজি প্রত্যেকেই কয়লা পাচারের সঙ্গে সরাসরি জড়িত। এঁরা প্রত্যেকেই অনুপ মাজি ওরফে লালার নির্দেশে অবৈধ ভাবে তোলা কয়লা বিভিন্ন জায়গায় পাচারে সহযোগিতা করতেন। তদন্তে নেমে এর আগেও নারায়ণ, জয়দেবদের বেশ কয়েকবার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন সঙ্গে প্রত্যেকের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। সিবিআই অফিসাররা জানান, তল্লাশিতে উদ্ধার হওয়া নথি এবং নারায়ণদের জিজ্ঞাসাবাদ করার পর একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তাঁরা, যার ভিত্তিতেই এই গ্রেফতারি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, ধৃত নীরদ মণ্ডল বিগত দু’দশক ধরে কয়লা পাচারের সঙ্গে জড়িত। ২০১১ এর আগে কয়লা পাচারের আরেক মূল চক্রী বলে অভিযুক্ত রাজু ঝা-র ঘনিষ্ঠ ছিলেন। পরে তিনি লালার দলে সামিল হন। মূলত বাঁকুড়ার শালতোড়া, মেজিয়া সহ সংলগ্ন অঞ্চলে লালার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ধৃত নারায়ণের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ খনিগুলোতে শ্রমিক সরবরাহ করতেন। বাকি জয়দেব এবং গুরুপদও লালার সঙ্গে কয়লা পাচারে যুক্ত ছিলেন বলে অভিযোগ সিবিআই অধিকারিকদের।

Comments are closed.