অমিত শাহকে মানহানির নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

গত শনিবার কলকাতার মেয়ো রোডের বিজেপির যুব মোর্চার প্রকাশ্য সমাবেশ থেকে নাম না করে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্থ বলে আক্রমণ করেছিলেন অমিত শাহ। বলেছিলেন, কেন্দ্র থেকে রাজ্যের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা পাঠানো হচ্ছে, কিন্তু তার একটা অংশ ‘ভাতিজা’র পকেটে ঢুকছে। কোনও প্রমাণ ছাড়া এরকম অভিযোগ আনার জন্য, বিজেপি সভাপতির বিরুদ্ধে আগেই আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রমাণ ছাড়া ভিত্তিহীন, মানহানিকর ও অপমানজনক এই মন্তব্যের জন্য ৭২ ঘণ্টার মধ্যে অমিত শাহকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে আইনি নোটিশ পাঠানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। সোমবার অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু অমিত শাহের উদ্দেশে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে ফৌজদারি ও সিভিল আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

Comments are closed.