ধান পাকতেই তরাই ও ডুয়ার্সে মাঠে হাতির হানা শুরু, বন দপ্তরের সঙ্গে রাত জাগছেন চাষিরা

মাঠে মাঠে ধান পাকতে শুরু করতেই উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সে হাতির হানা বাড়তে শুরু করেছে। শিলিগুড়ি মহকুমার গ্রামীণ এলাকায় ফসল বাঁচাতে বনকর্মীদের সঙ্গে রাত জেগে ধান খেত পাহারা দিচ্ছেন চাষিরা। হাতির হানা রুখতে বনকর্মীদের সাহায্যে এগিয়ে এসেছেন চাষিরা। অন্যদিকে, ধান পাকতেই আলিপুরদুয়ারের জাতীয় উদ্যানের হাতির দলের আনাগোনা শুরু হয়েছে ধান ক্ষেতে।

প্রায় ১২০-১২৫টি হাতির দল এখন থেকেই ছোট ছোট দলে ভাগ হয়ে সন্ধ্যা নামলেই হানা দিচ্ছে বিভিন্ন এলাকায়। ধান পাহারা দিতে কৃষকরা টং ঘর তৈরি করছেন।
নকশালবাড়ির বিভিন্ন এলাকায় রাত হতেই হাতির আনাগোনা শুরু হয়। সেই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সাহায্যের হাত বাড়িয়েছে।

হাতির দলের জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় ঢোকার সম্ভবনা থাকলে বনদপ্তর আগাম এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক করে দিত। সেই এসএমএস অ্যালার্ট ফের চালু করা হয়েছে। এখন থেকেই হাতি উপদ্রুত এলাকাগুলিতে প্রতিদিন দু’হাজার করে এসএমএস করা হচ্ছে। বাড়ানো হয়েছে বনকর্মীদের টহলদারি ও পেট্রলিংও।

Comments are closed.