ফের একবার চর্চায় ইলন মাস্ক। ট্যুইটার কেনার পর থেকে মাঝে মধ্যেই নিজের কর্মকাণ্ডের জন্য শিরনামে উঠে আসছেন মার্কিন ধনকুবের। এবার সেই তালিকায় যোগ হল লোগো পরিবর্তন। এতদিন ট্যুইটার খুললেই দেখা যেত একটি নীল পাখি ডান মেলে উড়ে যাচ্ছে। এবার তার জায়গায় এল বাদামি রঙা সারমেয়।
এলন মাস্ক নিজেই নতুন লোগোর ছবি ট্যুইট করেছেন। আর তারপর থেকেই ফের ট্যুইটার নিয়ে চর্চা শুরু হয়েছে। নেট পাড়ায় মজার মিমও ঘুরে বেড়াচ্ছে। সোমবার থেকেই ট্যুইটারের আপডেট ভার্সানে নীল পাখির জায়গায় বাদামি সারমেয় দেখা যাবে বলে জানানো হয়েছে।
লোগো পাল্টানোর ইঙ্গিত হিসেবে মাস্ক যে ছবিটি ট্যুইট করেছেন সেটিও বেশ মজার। ছবিটিতে দেখা যাচ্ছে ট্যুটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশ কর্মী। সেখানে ব্লু বার্ডকে পরিচয় পত্রে দেখা যাচ্ছে। যেখানে সারমেয়টি পুলিশ কর্মীকে বলছেন ওটা পুরোনো ছবি। ইতিমধ্যেই ইলন মাস্কের ট্যুইট বিপুল সাংখ্যায় শেয়ার হয়েছে। সব মিলিয়ে ফের একবার ট্যুইটার নিয়ে হইচই বাঁধিয়ে দিলেন ইলন মাস্ক।
Comments are closed.