টনটন ইলিশ এল দীঘা, ডায়মন্ড হারবারে; মধ্যবিত্তের পাতে কি বাড়বে যোগান? 

আবহাওয়ার কারণে প্রায় দু’মাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল। যার জেরে সেভাবে ইলিশের দেখাও মেলেনি। বাজারে যোগান পর্যাপ্ত না থাকায় ইলিশ কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। তবে এবারে মিলল কিছুটা স্বস্তির খবর। গত দু’দিন ডায়মন্ড হারবারে বাজারে এসেছে প্রায় ৮০ টন ইলিশ। অন্যদিকে দীঘার বাজারেও ইলিশের জোগানে খরা কেটেছে। মৎসজীবীরা জানিয়েছে, দীঘার বাজারে শুক্রবার প্রায় ৩৫ টন ইলিশ উঠেছে। আর ইলিশের এই যোগান দেখে মৎসজীবীরা মনে করছে দামও এবারে কিছুটা সাধ্যের মধ্যেই হবে।

ইলিশ ধরার সব থেকে উপযুক্ত আবহাওয়া পুবালি হাওয়ার সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি। এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকায় মৎসজীবীদের আশা ইলিশের আমদানি আরও বাড়বে। যার জেরে দাম কিছুটা কমবে বলেই আশা করা যাচ্ছে। শুক্রবার পাইকারি বাজারে ইলিশের দাম ৪০০-৫০০ গ্রামের কেজি প্রতি ৫০০ টাকা যেখানে বড় ইলিশের দাম কেজি প্রতি ১৬০০-১৮০০ টাকায় বিক্রি হয়েছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে ইলিশের যোগান এভাবে থাকলে দাম বেশ সাধ্যের মধ্যেই থাকবে।

Comments are closed.