অমুল গার্ল’ সৃষ্টি করেছিলেন; ৮০ বছর বয়েসে প্রয়াত ডাকুনাহ 

অমুলের বিজ্ঞাপনের সেই ফুটফুটে বাচ্চা মেয়েটিকে নিশ্চই চেনেন। শুরুর দিন থেকেই দেশবাসীর ভীষণ প্রিয় একটি বিজ্ঞাপনের চিরিত্র। অমুল গার্ল যাঁর সৃষ্টি সেই সিলভেস্টার ডাকুনাহ প্রয়াত হলেন। তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। ডাকুনাহ’র প্রয়াণে শোকের ছায়া বিজ্ঞাপন জগতে। অমুলের তরফেও শ্রদ্ধা জানানো হয়েছে বিজ্ঞাপন নির্মাতাকে।

অমুলের এমডি জয়েন মেহতা বৃহস্পতিবার ট্যুইটে মৃত্যু সংবাদ জানান। জানা গিয়েছে, ১৯৬৬ সালে অমুলের বিখ্যাত বিজ্ঞাপন ‘আটারলি বাটারলি’ বিজ্ঞাপনে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল অমুল গার্লের। প্রথম থেকেই অমুল কোম্পানির জনপ্রিয়তা অন্য মাত্রা পেয়েছিল এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে।

জানা যায়, সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি দিন ধরে চলা বিজ্ঞপনের চরিত্রগুলোর মধ্যে এই অমুল গার্ল অন্যতম। প্রসঙ্গত, সেই সময় অমুলের তরফে পরিকল্পনা করা হয়েছিল এমন একটি বিজ্ঞাপনের যা ভারতীয়দের খুব পরিচিত এবং একই সঙ্গে খুব ভালোবাসার কেউ হবে। সেই ভাবানা থেকেই অমুল গার্ল তৈরি করেন সিলভেস্টার ডাকুনহা। ২০১৬ সালে বিজ্ঞাপনটি ৫০ বছরে পা দেয়। বিজ্ঞপন দুনিয়ায় এক কথায় দৃষ্টান্ত তৈরি করেছে অমুল গার্ল।

Comments are closed.