নবান্ন অভিযানে আহত বিজেপির মীনাদেবীকে হাসপাতালে দেখতে গেলেন মেয়র; মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন, জানালেন ফিরহাদ
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। এর মধ্যেই সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকল রাজনৈতিক মহল। নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতকে হাসপাতালে দেখতে গেলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
নবান্ন অভিযান চলাকালীন মঙ্গলবারই মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন কলকাতা পুরসভার ৪ নং বোরোর অন্তর্গত ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর। এদিন বেলার দিকে হাসপাতালে পৌঁছে যান ফিরহাদ। মীনাদেবীর সুস্থতা কামনার পাশপাশি কলকাতার মেয়র বলেন, মীনাদেবী দীর্ঘদিনের কাউন্সিলর। পুরসভার বর্ষীয়ান সদস্য। সে হিসেবেই তাঁকে দেখতে আসা। যদিও নবান্ন অভিযান প্রসঙ্গে এদিন তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তাঁর কথায়, এখানে একজন অসুস্থ মানুষকে দেখতে এসেছি। কোনও রাজনৈতিক বক্তব্য রাখবো না। পাশপাশি তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মীনাদেবীর আরোগ্য প্রার্থনা করে বার্তা পাঠিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিল। যার নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। ওই মিছিলকে ঘিরেই বড় বাজারের কাছে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে মিছিলকারীদের খণ্ডযুদ্ধ লেগে যায়। শুরু হয় মুহূর্মুহু ইটবৃষ্টি। লাঠি চার্জ, টিয়ার গ্যাস। ওই সময়ের মীনাদেবী মাথায় চোট পান। এদিকে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মীনাদেবী পুরোহিতকে দেখতে আসেন।
Comments are closed.