২০২৫-এর মধ্যে নিউ গড়িয়া, এয়ার পোর্ট ভায়া রাজারহাটের মেট্রো রুটের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো রেল। সেই উদ্দেশ্যে জোর কদমে কাজ চলছে। এই অবস্থায় ইম বাইপাসের পাশে মেট্রোর পিলার তৈরির কাজ শুরু হওয়ায় কিছু অংশে যান নিয়ন্ত্রণ করা হবে। শনিবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে টেগোর পার্ক সংলগ্ন অংশে উত্তরমুখী উল্টোডাঙাগামী লেন আপাতত বন্ধ থাকবে। পরিবর্তে গড়িয়ামুখী রাস্তা দিয়ে দু’দিকের যান চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ট্রাফিক পুলিশের তরফে প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে বলেও তারা প্রেস বিবৃতিতে জানিয়েছে।
এই রুটেরই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলার জন্য পরিকাঠামো প্রস্তুতি। জল্পনা খুব শীঘ্রই এই রুটে মেট্রো পরিষেবা শুরু হবে। যদিও মেট্রোর তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
Comments are closed.