ষষ্ঠ দফার ভোটেও জেলার বিভিন্ন প্রান্তে অশান্তি। কোথাও প্রার্থীদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি আবার কোথাও দলীয় কর্মীদের কোপানোর অভিযোগ। সবমিলিয়ে ভোটষষ্টীতেও উত্তপ্ত বঙ্গভূমি। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর জেলায় ভোট। চোপড়া থেকে চাপড়া বোমাবাজি থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। বেলা বাড়তেই আমডাঙ্গার বোমাবাজির ছবি দেখা যায়। পুরো এলাকা টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তর দিনাজপুরের ইটাহারে বুথের সামনেই বোমাবাজির অভিযোগ ওঠে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বনগাঁ উত্তরে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এতে জখম হয়েছেন এক তৃণমূলকর্মী। কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধর করে ফাটল মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। কেতুগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ শুরু হয়। বুথের বাইরে বোমাবাজির অভিযোগ। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা। কেতুগ্রামেই বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের। অশান্তি থামাতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাড়ি ভাঙচুর করার অভিযোগ। ওই বিজেপি কর্মীর বৃদ্ধা মাকেও মারধর করার অভিযোগ।
দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোটারদের প্রভাবিত করছিলেন তন্ময় বলে অভিযোগ আনে বিজেপি। ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির ক্যাম্প অফিস ভাংচুরের অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
এরমধ্যেই জগদ্দলে নিখোঁজ হয়ে যান তৃণমূলের ৭ জন এজেন্ট। ওই এজেন্টদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বিজেপি বলে অভিযোগ। মঙ্গলকোটে তৃণমূল পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।
জগদ্দলে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান জগদ্দলের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য।
অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল প্রার্থী গুলি চালানোর অভিযোগ আনে। ২ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। কিন্তু অশোকনগরে কোনওরকম গুলি চালানো হয়নি বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা বাধে। প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অন্যদিকে কৃষননগরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখার্জিকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনী দেওয়া হয়। বহিরাগতদের সঙ্গে নিয়ে ঘুরছেন কৌশানী বলে অভিযোগ বিজেপির। কৃষ্ণনগর উত্তরের কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করে বিজেপি বলে অভিযোগ। এই নিয়ে কমিশনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন তিনি।
কেতুগ্রামে বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে বুথে আটকে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল কর্মীকে। গোবরডাঙায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। অশোকনগরে বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
টিটাগড়ের মিলনগড়ে বোমাবাজিতে ৩ জন বিজেপি সমর্থক আহত হয়েছেন। বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুরের অভিযোগও রয়েছে।
খড়দায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি করেছে, ভোটদানে বাধা দিয়েছে তৃণমূল কর্মীরা।
বাগদায় গ্রামবাসীরদের সঙ্গে পুলিশের বচসার জেরে পুলিশের গুলি চালায় গ্রামবাসীদের বলে অভিযোগ। তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। বীজপুরে তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।
Comments are closed.