উৎসবের মরশুমের মধ্যে হিংসার আগুন জ্বলছে বাংলাদেশে। সেই দেশের সংখ্যালঘুদের ওপর লাগাতাড় হামলা চালানো হচ্ছে। দুর্গাপুজোর মণ্ডপে হামলা চালানো থেকে শুরু করে ইস্কনের মন্দিরেও হামলা চালানো হয়েছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি। এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করল কলকাতার ইসকন কর্তৃপক্ষ। লিখিত বিবৃতি জারি করে বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে ইস্কন কর্তৃপক্ষ। সেই আর্জিতে জানানো হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিন।
শুধুমাত্র হিন্দুরা নন, ক্রিশ্চান, বৌদ্ধ ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা চাওয়া হয়েছে আর্জিতে। দুর্গাপুজো চলাকালীন বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালি সহ একাধিক জায়গায় হিন্দুদের ধর্মীয় স্থানে হামলা চলেছে। নোয়াখালির ইস্কন মন্দিরে ৪ জন খুন হয়েছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই ঘটনায় দোষীদের গ্রেফতার করতে তৎপর প্রশাসন। চট্টগ্রাম, ফেনি, রংপুরের তিন জায়গার পুলিশ প্রধান সহ ৭ জন পুলিশ অফিসারকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই ঘটনার পিছনে পূর্বপরিকল্পনাই দেখছেন।
Comments are closed.