সৃষ্টি কখনও কখনও সৃষ্টিকর্তাকেও ছাপিয়ে যায়। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা তেমনই এক প্রযুক্তি। যা শুধু সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণের বাইরেই যায়নি, আগামী বিশ্বের জন্যও তা বিপদজনক হতে চলেছে। আর এমনটা বলছেন খোদ AI প্রযুক্তির সৃষ্টিকর্তা জিওফ্রে হিন্টন। শুধু বলেই থামেন নি তিনি, নিজের তৈরি প্রযুক্তি যে কতটা বিপদজনক তা বোঝাতে ৭৫ বছর বয়সে এসে গুগলের বিরাট অঙ্কের টাকার চাকরি থেকেও ইস্তফা দিয়েছেন।
প্রযুক্তির দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম জিওফ্রে। কৃত্রিম মেধা বা AI-এর জনক বলা হয় তাঁকে। তাঁর দাবি জীবনের এই পর্যায়ে এসে তিনি বুঝতে পেরেছেন, AI প্রযুক্তি যে দিকে মোড় নিচ্ছে তা আগামী দিনে পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। বহু মানুষের চাকরি তো যাবেই এছাড়াও অন্যান্য বিপদের আশঙ্কা রয়েছে। আর সে কারণেই AI কতটা বিপদজনক, এখন বিশ্ববাসীকে সেটা বোঝানোই হবে তাঁর একমাত্র লক্ষ্য।
নিউইয়র্কে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওফ্রে স্পষ্ট বলছেন, নিজের সৃষ্টি নিয়েই তিনি এখন অনুশোচনায় ভুগছেন। চাকরি ছেড়ে তাঁর বার্তা, এখন প্রযুক্তির সমালোচনা করতে তাঁর আর কোনও বাধা নেই। বরং চাকরি ছাড়ায় অনেকটা মুক্ত কন্ঠেই তিনি তা করতে পারবেন।
প্রসঙ্গত, অনেক সংস্থাই মানুষের জায়গায় AI-কে কাজে ব্যবহার করতে শুরু করেছে। যার জেরে সম্প্রতি অনেকেই চাকরি হারিয়েছেন। IBM-এর মতো সংস্থা থেকেও প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারাতে চলেছে বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছে সংস্থার কর্তারা। এসবের মধ্যেই খোদ AI সৃষ্টি কর্তার চাকরি ছাড়ার খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Comments are closed.