পুজোর আগেই বাংলার খাদ্য রসিকদের জন্য সুখবর, সপ্তমীর মধ্যেই ঢুকছে ২,৪৫০ মেট্রিক টন ইলিশ

পুজোর আগেই বাংলার খাদ্য রসিকদের জন্য সুখবর। শেখ হাসিনা ভারতে থাকাকালীন মঙ্গলবার সকালে বাংলার এসে পৌঁছালো বাংলাদেশী ইলিশ। হাওড়ার বিভিন্ন বাজারে ও কলকাতার বেশ কিছু বাজারে দেখা মেলে ইলিশের। এবার দুর্গাপুজোয় ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ ভারতে আসবে বলে জানা গিয়েছে।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসার আগে পুজোর আগে ওই ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছেন। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক ৪৯ টি প্রতিষ্ঠানকে এই ইলিশ রফতানি করার অনুমতি দিয়েছে। প্রত্যকেটি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবে। সোমবার রাত থেকেই বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ আসতে শুরু করেছে। আগামী টানা একমাস ধরে প্রায় প্রতিদিনই পদ্মার ইলিশ পৌঁছাবে এপারে।

তিস্তার জল নিয়ে টানাপড়েনে ২০১২ সাল থেকে পদ্মার ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ঢাকা। কিন্তু গত চার বছর ধরে শুধুমাত্র পুজোর আগেই ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে শেখ হাসিনা সরকার। গত বছর এই সময় বাংলাদেশ ৪ হাজার ৬০০ টন ইলিশ আমদানিতে ছাড়পত্র দিয়েছিল। এবারও ইলিশ আসতে শুরু করেছে বাংলাদেশ থেকে।

জানা গিয়েছে, দুর্গাপুজোর সপ্তমীর মধ্যেই ২ হাজার ৪৫০ টন ইলিংশ বাংলাদেশ থেকে এদেশে আসবে। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ এসে পৌঁছেছে এর মধ্যেই। বাংলাদেশের বাজারে এই রুপোলি শস্যের দাম এখন কেজি প্রতি ২ হাজার টাকা। বাংলায় গত জুলাই মাস থেকেই জোগান বাড়ছিল রুপোলি শস্য ইলিশের।

Comments are closed.