পয়লা বৈশাখ থেকে খুলে যাচ্ছে রাজভবনের দরজা; ঘুরে দেখতে পারবেন আপনিও 

ঐতিহ্যবাহী রাজভবন ঘুরে দেখতে পারবে সাধারণ মানুষও। এ কথা আগেই রাজভবনের তরফে জানানো হয়েছিল। তবে কবে থেকে সেই ‘হেরিটেজ ওয়াক’ শুরু হবে সে নিয়ে দিনখন তখন জানানো হয়নি। রাজয়ভবন সূত্রে খবর, ১ বৈশাখী সেই শুভদিন। আমজনতার জন্য খুলে যাচ্ছে শহরের অন্যতম দর্শনীয় স্থান। 

জানা যায়, সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হওয়ার পরেই সাধারণ মানুষের জন্য রাজয়ভবনের দরজা খুলে দিতে বিশেষ উদ্যোগ নেন। সেই মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমবার রাজ্য সফরে এসে রাজভবনে থাকার সময় আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেন। সূচনা হিসেবে রাজভবনে একটি প্রতীকী চাবিও রাজ্যপালের হাতে তুলে দেন। এবার এই বহু প্রতীক্ষিত ‘হেরিটেজ ওয়াকের’ তারিখ জানা গেল। 

উল্লেখ্য, দিল্লিতে রাষ্ট্রপতিভবনও সাধারণ মানুষ ঘুরে দেখতে পারেন। রাষ্ট্রপতি ভবনের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত সাধারণ মানুষের যাওয়ার অনুমতি রয়েছে। তবে এতদিন আমজনতার জন্য রাজভবনের সিংহদুয়ার বন্ধই ছিল। বাইরে থেকে যেটুকু দেখা যায়, তাতেই সন্তুষ্ট থাকতে হত। তবে এবার কলকাতার পর্যটন মানচিত্রে জুড়ে গেল রাজভবনের নামও। 

 

Comments are closed.