তিন দিনের দিল্লি সফরে বুধবার কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৈঠক শেষে তাঁর প্রতিক্রিয়া, আলোচনা ইতিবাচক হয়েছে।
মঙ্গলবার তিন দিনের সফরে দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজধানীর মাটিতে পা দিয়েই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চরিয়েছেন তিনি।
রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা রাজ্যপালের।
মঙ্গলবার দিল্লির ফ্লাইটে চড়ার আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি লিখে যান তিনি। পরে সেই চিঠির ছবি ট্যুইটও করেন।
ইতিমধ্যেই রাজ্যপালের চিঠির তীব্র প্রতিক্রিয়া দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি ট্যুইট করা নিয়ে ধনখড়কে তীব্র ভর্ৎসনা করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। সেই সঙ্গে নবান্নের দাবি, রাজ্যপাল ভিত্তিহীন মনগড়া অভিযোগ করেছেন।
রাজ্যপালের দিল্লি সফর নিয়েও বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর দাবি, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একটি সুনির্দিষ্ট গোপন ষড়যন্ত্র করছে। বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি, বলেও তিনি তোপ দাগেন।
সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, কেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছি তা কদিন পরেই টের পাবেন। আর তার ঠিক একদিন পরেই দিল্লি রওনা দিয়েছেন জগদীপ ধনখড়।
উল্লেখ্য, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে গেলেও রাজ্যপাল কেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে দেখা করলেন তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
সবমিলিয়ে বলা যায়, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের সব নজর এখন রাজ্যপালের তিন দিনের এই দিল্লি সফরের দিকে।
Comments are closed.