সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা; রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি, আর যা জানাল হাওয়া অফিস? 

তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। এই অবস্থায় শুক্রবারও স্বস্তির খবর দিতে পারল না হাওয়া অফিস। উল্টে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ জারি থাকবে। তবে পশ্চিমের জেলাগুলো বাদ দিলে রাজ্যের কয়েকটি জেলায় রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

রবিবার থেকে পাহাড়ে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বর্ষা প্রবেশের আগে কলকাতা এবং আশেপাশের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও তাতে পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। আদ্রতাজনিত গরমের অস্বস্তি জারি থাকবে। যদিও কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে থাকবে। তা সত্ত্বেও গরমের চূড়ান্ত অস্বস্তি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। 

Comments are closed.