রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এক দফায় ভোট গ্রহণ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিংহ। মাঝে আর ঠিক এক মাস সময়।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানান, দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তরে এবং বাকি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ভোট হবে। মনোনয়ন জমা শুরু হয়ে যাবে ৯ জুলাই, শুক্রবার থেকে। সেই সঙ্গে নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হচ্ছে। রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনও মিটিং মিছিল করা যাবে না।
রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে, তা নিয়ে দীর্ঘদিন নানান জল্পনা চলছিল। এর মধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়েও নবান্নের সঙ্গে রাজভবনের দীর্ঘ টানাপড়েন চলে। অবশেষে রাজ্যের প্রস্তাবিত নামেই অনুমোদন দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১৭ জুন স্ক্রুটিনির শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ১১ জুলাই ভোট গণনা হতে পারে।
Comments are closed.