রেশনে চাল-গম দিতে সরকারের কত টাকা খরচ হচ্ছে, এবার থেকে লেখা থাকবে গ্রাহকদের স্লিপে

রেশনে চাল-গম দিতে সরকারের কত টাকা খরচ হচ্ছে এবার থেকে তা গ্রাহকদের স্লিপে উল্লেখ থাকবে। রেশন দোকানের ই-পস যন্ত্র থেকে কাগজের এই স্লিপ বেরোয়। যেহেতু রেশন গ্রাহকরা চাল-গম বিনামূল্যেই পান, তাই ওই স্লিপে দামের কোনও উল্লেখ থাকে না। মোট কী পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হল সেই তথ্যই স্লিপে পাওয়া যায়। কিন্তু নভেম্বর থেকেই এর পরিবর্তন হচ্ছে।

রাজ্য খাদ্যদপ্তর গত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ১ নভেম্বর থেকে নতুন ধরনের স্লিপ চালু করার কথা জানিয়ছে। তবে শুক্রবার মাসের প্রথম দিন, রেশন দোকানে ছুটি ছিল। শনিবার রেশন দোকান থেকে এমাসের প্রথম চাল-গম দেওয়া শুরু হবে।

খাদ্যদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাল ও গমের ‘ইকনমিক প্রাইস’ ই-পস যন্ত্র থেকে বেরনো স্লিপে উল্লেখ থাকবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য নতুন স্লিপ চালু হবে। তবে বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার যে খরচ (ইকনমিক কস্ট) বহন করে রেশন গ্রাহকদের জন্য শুধু তারই উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, প্রতি কেজি চালের জন্য ৩৭ টাকা ৪৬ পয়সা এবং গম বা আটার জন্য ২৭ টাকা ৯ পয়সা খরচ হচ্ছে সরকারের।

Comments are closed.