আসানসোল হাওড়া লাইনে ট্রেন চলাচল প্রায় বন্ধ। রেলের তরফে জানা গিয়েছে, ওভারহেড তার সহ ইলেকট্রিক পোল বেঁকে গিয়েই এই বিপত্তি।
মঙ্গলবার সকালের ঘটনা। রেল সূত্রে খবর, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। আর সেই দরজার সঙ্গে ধাক্কার ফলেই বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটিটি। ৭.২০ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সকাল ৯টার পর পোল মেরামতির কাজ শুরু হয়েছে। কাজ চললেও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। পাশের লাইন দিয়ে ধীরে গতিতে অনেক ট্রেনকে হাওড়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিন সকালে বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ডাউন লাইন ধরে যাচ্ছিল। সেই সময় ট্রেন চলাক পোল বেঁকে যাওয়া দেখে তড়িঘড়ি ট্রেন থামান। তারপর শীর্ষ আধিকারিকদের কাছে খবর পৌঁছায়। রেলের আধিকারিকরা জমিয়েছেন, যাত্রীদের ভোগান্তির কথা ভেবে দ্রুত লাইন মেরামতির কাজ চলছে।
Comments are closed.