হাওড়া-পাটনা বন্দে ভারতের পর এবার হাওড়া-রাঁচি বন্দে ভারতও যাত্রা করবে রবিবার। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি রাঁচি হাওড়া বন্দে ভারতের উদ্বোধন করবেন। যদিও দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ২৭ সেপ্টেম্বর থেকে নিয়মিত যাত্রা শুরু করবে।
রেলের তরফে জানানো হয়েছে, রাঁচি থেকে ভোর ৫ টা ১৫ মিনিটে ছেড়ে ওই দিন দুপুর ১২ টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে হাওড়া থেকে বিকেল ৩ টে ৪৫ মিনিটে ছেড়ে ওই দিন রাত ১০ টা ৫০ মিনিটে রাঁচি পৌঁছাবে বন্দে ভারত। শেষ পাওয়া খবর অনুযায়ী ট্রেনটি মুড়ি, কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর স্টেশনে থামবেমুড়ি, কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর স্টেশনে থামবে।
প্রায় সারা বছরই প্রচুর পর্যটক পুরুলিয়া, টাটানগর, রাঁচির মতো জায়গায় বেড়াতে যান। এই রুটে বন্দে ভারত চালু হওয়ায় পর্যটকেদেরও অনেকটাই সুবিধে হবে বলে আশাবাদী রেল।
Comments are closed.