শেষমেশ উদ্ধার হল ২৫০ বছরের পুরোনো কামান। বৃহস্পতিবার দমদম সেন্ট্রাল জেলের গেটের সামনে থেকে এটির উদ্ধারের কাজ শেষ হয়েছে। জানা গিয়েছে, কামানটি বর্তমানে নব মহাকরণ ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সেখানে থেকে এটিকে সংগ্রহশালায় রাখার ব্যবস্থা করা হবে।
ইতিহাসবিদদের একাংশের দাবি, ১৭৫৬ সালে নবাব সিরাজদৌল্লার আমলের কামানটি। আনুমানিক বয়েস ২৫০ বছর। দমদন অঞ্চলের পুরোনো বাসিন্দাদের কথায়, দীর্ঘ দিন ধরেই কামানটি ওই জায়গায় রয়েছে। কামানটির প্রায় সিংহ ভাগই মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। কয়েকদিন আগেই আর্কিওলজিক্যাল বিভাগের উদ্যোগে কামানটি উদ্ধারের কাজ শুরু হয়। অবশেষে সেই কাজ সম্পূর্ন হল।
কামানগুলো মাটির ওপর থেকে উদ্ধারের পর রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি (এজিওটি) বিপ্লব রায় জানান, কামানটির ১০ ফুট ৮ ইঞ্চি লম্বা। এখনও পর্যন্ত কলকাতায় উদ্ধার হওয়া সবথেকে বড় কামান। দমদমের এই অঞ্চলে এতবড় কামান কী করে মিলল, তা নিয়েও গবেষণা শুরু করেছেন ইতিহাসবিদরা।
Comments are closed.