ইচ্ছা থাকলেও ইমরানের নিষেধে তাঁর শপথ গ্রহণে থাকতে পারেনি আমার দুই ছেলেঃ জেমাইমা গোল্ড স্মিথ

শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহেরিক ই ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান। তাঁর শপথ গ্রহণের আগেই ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের এক ট্যুইট বার্তাকে ঘিরে বিতর্ক শুরু হয় শুক্রবার দুপুর থেকে। সেখানে দেখা যায়, এক ভক্তের প্রশ্নের উত্তরে জেমাইমা শুক্রবার লিখেছেন, ইচ্ছা থাকলেও তাঁর ছেলেরা ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে শনিবার উপস্থিত থাকতে পারবে না। কারণ, ইমরান নাকি নিজেই তাঁদের পাকিস্তানে আসতে বারন করেছেন। তবে জেমাইমা বা তাঁর ছেলেরা এদিন ইমরানের শপথ গ্রহণে উপস্থিত না থাকলেও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বর্তমান স্ত্রী বুশরা ইমরান। জেমাইমা ট্যুইটে এই কথা লেখার পরই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন ইমরান তাঁর ছেলেদের শপথে আসতে না করেছেন তা নিয়ে শুরু হয়ে যায় নানা মন্তব্য এবং জল্পনা। যদিও ইমরান নিজে এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

শনিবার সকালে প্রধানমন্ত্রী পদে শপথ নেন ইমরান। অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার। পাশাপাশি তিন সেনা বাহিনীর প্রধানরা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু ইমরানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।

Comments are closed.