হৃদরোগের চিকিৎসায় দেশের সেরা পাঁচ হাসপাতালের মধ্যে জায়গা করে নিল বাংলা। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের নাম উঠল দেশের সেরা পাঁচে। এছাড়াও পূর্ব ভারতের সেরা ১০টি মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতালের মধ্যে ষষ্ঠ স্থানে নাম আছে মিশনের।
সর্বভারতীয় পত্রিকা আউটলুকের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, হৃদরোগের চিকিৎসায় দেশের সেরা পাঁচে নাম আছে দুর্গাপুরের মিশন হাসপাতালের। সারা দেশের ১৩ হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে প্রথম স্থানে আছে গুরুগ্রামের মেদান্তা মেডিসিটি হাসপাতাল। আর পঞ্চম স্থানে রয়েছে দুর্গাপুর মিশন হাসপাতাল।
এই বিষয়ে উচ্ছাস প্রকাশ করে মিশনের কর্ণধার হৃদ রোগ বিশেষজ্ঞ সত্যজিৎ বসু জানিয়েছেন, এই স্বীকৃতি টিম মিশনের।
দুর্গাপুরেই সম্প্রতি তৈরি হয়েছে একটি চোখের হাসপাতাল। সেটিও করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ সত্যজিৎ বসু। অন্ডালে একটি ক্যানসার হাসপাতাল গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন সত্যজিৎ বসু।
Comments are closed.