ব্লগারদের জন্য এবার থেকে আরও কড়া নিয়ম লাগু করল ভারতীয় রেল। আগে থেকেই এই নিয়ম ছিল। তবে বর্তমানে তা আরও কড়াকড়ি করা হল। সম্প্রতি ঝড়ে আটকে পড়ে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সেই সময় ট্রেনে কয়েকজন ব্লগারের সঙ্গে যাত্রীদের একাংশ ঝামেলায় জড়িয়ে পড়েন। এমনকী হঠাৎ মাঝ পথে ট্রেনটা থেমে যাওয়ায় যাত্রীরাও কী দুর্ভোগের মুখে পড়েছেন, তাও ব্লগারদের ভিডিওতে ধরা পড়ে। অনেকের ধারণা, ওই ঘটনার পরেই অশান্তি এড়াতে এবং নানান কারণে ব্লগারদের জন্য নিয়ম কড়াকড়ি করছে রেল।
নতুন নিয়মে বলা হয়েছে, বাণিজ্যিক কাজের জন্য প্রফেশনাল ক্যামেরায় ট্রেনের ভিতরে ছবি কিংবা ভিডিও তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট রেলের ইউনিটের মুখ্য জনসংযোগ আধিকারিকের অনুমতি নিতে হবে। সেই সঙ্গে কোনও বিদেশি ট্রেনের ভিতরে ছবি কিংবা ভিডিও তোলার জন্য রেলের পিআরডি থেকে অনুমতি নিতে হবে।
বর্তমানে ব্লগিং একটি অত্যন্ত জনপ্রিয় মনোরঞ্জনের মাধ্যম। খাওয়ার-দাওয়ার, ঘুরে বেড়ানো থেকে শুরু করে দৈনন্দিন জীবন যাপন। অনেকেই নানান বিষয়ের ওপরে ব্লগ তৈরি করেন। কেউ কেউ সেই ভিডিও থেকে মোটা অঙ্কের টাকা রোজগারও করে থাকেন। আর আমরা এই ব্লগিং-এর রিভিউ ভিডিওগুলোর মাধ্যমে কোনও খাওয়ার, কোনও জায়গা বা নতুন কিছু সম্পর্কে ধারণা পেয়ে থাকি। সম্প্রতি বন্দে ভারত নিয়েও অনেক ব্লগার ব্লগ তৈরি করেছেন। যা থেকে ট্রেনটিতে না চেপেও এটি সম্পর্কে একটি ধারণা সাধারণ মানুষের হয়েছে। এবার সেই ব্লগিং-এর জন্যও নিয়ম কড়াকড়ি করল রেল।
Comments are closed.