রেল ইঞ্জিন তৈরির নিরিখে নজির গড়ল ভারত। ভারতীয় রেলের জন্য গত ১০ বছরে দেশে রেল ইঞ্জিনের উৎপাদন বিপুল পরিমাণে বেড়েছে। ২০২৪–২৫ অর্থবর্ষে দেশে তৈরি হয়েছে মোট ১৬৮১টি রেল ইঞ্জিন, যা আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া মিলিয়ে একই অর্থবর্ষে তৈরি হওয়া সমস্ত ইঞ্জিনের সংখ্যার তুলনায় অনেকটাই বেশি।
রেল পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে তৈরি হয়েছিল ১৪৭২টি লোকোমোটিভ ইঞ্জিন। ২০২৪–২৫ অর্থবর্ষে সেই পরিমাণ বেড়েছে ১৯ শতাংশ।
দেশের প্রায় ৭০ হাজার কিলোমিটার রেললাইনে সুষ্ঠু পরিষেবা দিতে ইঞ্জিনের চাহিদা বেড়েছে। সব থেকে বেশি চাহিদা রয়েছে বৈদ্যুতিক ইঞ্জিনের। যাত্রিবাহী ট্রেনের তুলনায় পণ্য পরিবহণের ক্ষেত্রে ব্যবহার করা ইঞ্জিনের চাহিদাও বেড়েছে।
Comments are closed.