বৃদ্ধি পেল রাজ্যের জিএসটি আদায়, অর্থ দপ্তরের আধিকারিকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

২০২৪-২৫ আর্থিক বছরে রাজ্যের জিএসটি আদায় অনেকটাই বেড়েছে। জানা গিয়েছে, জিএসটি সংগ্রহের ক্ষেত্রে দেশের সার্বিক বৃদ্ধির হারের তুলনায় বাংলার হার বেশি।
X হ্যান্ডলে এ কথা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই সাফল্যের কথা উল্লেখ করে রাজ্যের অর্থ দপ্তরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে জিএসটি বাবদ ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেশি আদায় হয়েছে। যা আগের অর্থবর্ষের তুলনায় ১১.৪৩ শতাংশ বেশি।

২০২৪-২৫ আর্থিক বছরে দেশে জিএসটি আদায় বেশি হয়েছে ৯.৪৪ শতাংশ। গোটা দেশে জিএসটি আদায়ের পরিমাণ যা বেড়েছে তার থেকে পশ্চিমবঙ্গে ২ শতাংশ বেশি জিএসটি আদায় হয়েছে।

শুধুমাত্র জিএসটিই নয়, রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি থেকেও রাজ্যের আদায় বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে আদায় বেড়েছে ১ হাজার ৯০৮ কোটি টাকা বা ৩১.০৫ শতাংশ। ডিড-এর রেজিস্ট্রেশন বেড়েছে প্রায় ৬০ হাজার।

Comments are closed.