দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করল কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক। প্ল্যান্ট লোড ফ্যাক্টর এর উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ২০২৪-২৫ সালের জন্য কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক রাজ্যের WBPDCL এর সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রকে দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে।
দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতালডিহি, এই সুখবর দিয়ে রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের সেরা ১০টি কর্মক্ষম তাপবিদ্যুৎকেন্দ্রগুলির মধ্যে রয়েছে বক্রেশ্বর, ব্যান্ডেলও। বক্রেশ্বর দ্বিতীয়, সাগরদিঘি চতুর্থ এবং ব্যান্ডেল নবম স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, WBPDCL NTPC, DVC, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার-এর মতো জায়ান্ট তাপবিদ্যুৎ প্রস্তুতকারক সংস্থাকে ছাপিয়ে দেশের সেরা পারফর্মিং কোম্পানি হিসেবে স্থান পেয়েছে।
Comments are closed.