চৈত্র মাসের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল কলকাতা সহ রাজ্য। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলি ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতেও।
গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
Comments are closed.