প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন জগদীপ ধনখড়; উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা
শনিবার যখন তাঁর নাম ঘোষণা করা হল, তখন নিঃসন্দেহে তা দেশের রাজনৈতিক মহলে একটি বড় চমক ছিল। পূর্ব নির্ধারিত সূচি মেনে সোমবার উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন জগদীপ ধনখড়। ঘড়ির কাঁটায় ঠিক বেলা ১২ টায় দিল্লির নির্বাচন কমিশনারের অফিসে পৌঁছে যান বাংলার প্রাক্তন রাজ্যপাল। তাৎপর্যপূর্ণ বিষয়, এদিন মনোনয়ন পেশে জগদীপ ধনখড়ের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিংয়ের মতো তাবড় তাবড় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নিজে প্রস্তাবক হিসেবে জগদীপ ধনখড়ের মনোনয়ন পত্রে সই করেন।
এদিকে জগদীপ ধনখড়কে প্রার্থী করা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে ঘাসফুল শিবির। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যপাল হিসেবে উনি যেভাবে ধারাবাহিকভাবে রাজ্য সরকারের বিরোধিতা করেছেন, তারই পুরস্কার হিসাবে ওঁকে এনডিএ-জোটের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, বিরোধীরাও ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। রবিবার বিরোধীদের বৈঠক শেষে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার মার্গারেট আলভার নাম ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, ১৭ টি বিরোধী দলের যৌথ সিদ্ধান্তে মার্গারেটকে প্রার্থী হিসেবে বাছা হয়েছে।
Comments are closed.