সংস্পর্শে আসতে পারেন, নাড্ডার বর্ধমান সফরের আগে ৪০০ জনের Corona টেস্ট করাল বিজেপি

বাংলা থেকে ফিরেই করোনা সংক্রমিত হয়েছিলেন জে পি নাড্ডা তারপর সুস্থ হয়ে আবার এলেন রাজ্যে

সদ্য করোনা থেকে সুস্থ হয়েছেন। আর সুস্থ হয়েই ফের বাংলা সফরে চলে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কিন্তু তাঁর সুরক্ষায় কোনও ফাঁক রাখতে নারাজ বঙ্গ বিজেপি। তাই নাড্ডার সংস্পর্শে আসতে পারেন এমন সবাইকে করোনা টেস্ট করানো হয়েছে। বঙ্গ বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জি জানিয়েছেন গত ৩-৪ দিন ধরে প্রায় ৪০০ জনের টেস্ট করানো হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রকের গাইড-লাইন মেনে ওঁনার সংস্পর্শে আসতে পারেন, এমন সব ব্যক্তির করোনা টেস্ট করানো হয়েছে। 

নাড্ডার শনিবাসরীয় সফরে কাটোয়ার সভামঞ্চ, রাধাগোবিন্দ মন্দির, সর্বমঙ্গলা মন্দির, অন্তত ৬ কৃষকদের বাড়ি এবং বর্ধমান শহরে রোড শোর জন্য প্রত্যেকটি জায়গায় প্রত্যেকের অ্যান্টিজেন টেস্ট করানো হয়ে গিয়েছে। 

বিজেপি সূত্রে খবর কলকাতার বেসরকারি ল্যাব থেকে প্রতিনিধিদের এনে গত ৩-৪ দিন ধরে প্রায় ৪০০ জনের টেস্ট করে ফেলা হয়েছে। সর্বভারতীয় সভাপতির সুরক্ষায় কোনওরকম ঢিলে দিতে নারাজ বঙ্গ বিজেপি। 

Comments are closed.