কালিম্পং থেকে দেখা পাওয়া গেল কাঞ্চনজঙ্ঘার। বৃষ্টি কাটিয়ে রোদের দেখা মিলতেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল কালিম্পং থেকে। খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।
কয়েকদিনের বৃষ্টির পর রবিবার থেকে স্বাভাবিক হয়েছে কালিম্পংয়ের আবহাওয়া। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ঘুমন্ত বুদ্ধদর্শনে মোহিত পর্যটকরা।কেউ কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে সেলফি তুলতে ব্যস্ত আবার কেউ কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে গরম চায়ের কাপে চুমুক আর জমিয়ে আড্ডা দিচ্ছেন পর্যটকরা।
অন্যদিকে শৈলশহর দার্জিলিঙের ম্যাল শনিবার বরফে ঢেকে যায়। দুদশক বাদে গোটা ঘুম এলাকায় বরফের সাদা চাদর মুড়ে যায়। দার্জিলিঙের ঘুম সহ কার্শিয়াঙের চটকপুরও বরফে মোড়া ছিল। টাইগার হিল, সান্দাকফুতে শীতের মরসুমে প্রায় বরফ দেখা গেলেও ঘুম সহ কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা যায় প্রায় বছর ২০ পর। সান্দাকফু, সিঙ্গালিলা রেঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাতের খবর মিলেছে। প্রবল তুষারপাতের জেরে সেরপাং, থ্রুমশিং লা, সেঙ্গর এবং লাটোং লা এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বছরের শুরুতে এবার রেকর্ড তুষারপাত হয়েছে পাহাড়ে। একমাসে ৫ বার পাহাড়বাসী থেকে পর্যটকরা পেয়েছেন তুষারপাতের স্বাদ। সব মিলিয়ে পাহাড়কে চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা।
Comments are closed.