১৪ বছর বয়সে অনেক পড়ুয়া ঠিকও করে উঠতে পারে না ভবিষ্যতে কী করবে? এদিকে এই কিশোর বয়সেই ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে ঢুকে পড়েছ সে। তাও আবার পৃথিবীর একেবারে প্রথম সারির সংস্থা এলন মাস্কের স্পেস-এক্সে। নিজের কর্মকাণ্ডে অবাক করেছে কাইরান কাজি। ছেলেটি মাত্র ১৪ বছর বয়সেই মাস্কের সংস্থা স্পেস এক্সে ইন্টারভিউ পাস করে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছে।
কাইরান কাজির স্বপ্ন, মঙ্গল গ্রহ অভিযানে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সে কাজ করতে চায়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ১১ বছর বয়সেই আমেরিকার সান্টা ক্লারা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তিবিদ পড়া শুরু করেছিল সে। ২০২৩ সাল গ্র্যাজুয়েট হবে। তার পরেই মাস্কের সংস্থায় যোগ দেবে।
কাইরানের ছোট বেলার গল্পও বেশ চমকপ্রদ। একটি সাক্ষাৎকারে তার বাড়ির লোক জানিয়েছে, মাত্র দু বছর বয়সেই কাইরান পুরো বাক্য বলতে পারত। খুব ছোট থেকেই মহাজাগতিক নানান বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে। কল্পবিজ্ঞানের কাহিনীতে ডুবে থাকে সারাদিন। স্কুলের থার্ড গ্রেডে পড়ার সময় সে তার মা বাবাকে জানিয়েছিল, স্কুলের পড়া তার সহজ লাগছে। নতুন কিছু শেখার নেই। বাড়ির লোকও সময় নষ্ট না করে কাইরানকে কমিউনিটি কলেজে ভর্তির সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, কাইরান কাজি মাস্কের সংস্থার সর্বকনিষ্ঠ প্রযুক্তিবিদ হতে চলেছে।
Comments are closed.