পুরসভা দেবে ১ লক্ষ টাকা, কলকাতায় হোমস্টে খুলতে কী কী শর্ত মানতে হবে জানুন 

কিছুদিন আগেই জানা গিয়েছিল, রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় হোমস্টে পরিষেবা চালু করতে উদ্যোগী পুরসভা। স্বল্প খরচে হোমস্টেগুলোতে প্রকৃত কলকাতার আমেজ পাবেন অতিথিরা। তবে আপনার বাড়ি বা ফ্ল্যাট থাকলেই যে হোমস্টে তৈরির জন্য পুরসভার অনুমতি পাবেন তেমনটা কিন্তু নয়। হোমস্টের লাইসেন্স পেতে বাড়ির মালিকদের পুরসভার কতগুলি শর্ত পূরণ করতে হবে। কী কী শর্ত মানতে হবে আসুন জেনে নেওয়া যাক। 

পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হোমস্টে গড়ার জন্য বাড়ির মালিকদের প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে পুরসভা। তবে হোমস্টের চালুর জন্য যে গাইডলাইগুলি মেনে চলতে হবে… 

 

১. এক হাজার বর্গফুটের নীচে কোনও ফ্ল্যাট বা বাড়ি থাকলে হোমস্টে’র অনুমতি পাবেন না 

২. কমপক্ষে ১২টি শয্যা এবং দুটি বাথরুম থাকতে হবে। বাথরুমে কমোড রাখতে হবে। 

৩. সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, হোমস্টে চালু করতে হলে, পরিবারের অত্যন্ত একজনকে হোমস্টেতে ২৪ ঘন্টার জন্য থাকতে হবে। 

 

পাহাড়ে বেড়াতে গেলে পর্যটকেদের একটা বড় অংশই হোটেল বা রিসোর্টের পরিবর্তে হোমস্টেতে থাকতে চান। এতে খরচ কিছুটা কম হয়। সব থেকে বড় পাওয়া, স্থানীয় খাওয়ার, তাদের জীবন যাপনের প্রত্যক্ষ অভিজ্ঞতা পান পর্যটকরা। একই লক্ষ্যে কলকাতার পর্যটনকেও আরও জনপ্রিয় করতে এই পরিষেবা বলে পুরসভার তরফে জানানো হয়েছে। অনেকের মতে, হোমস্টে সার্ভিস চালু হলে কলকাতার বহু প্রাচীন বাড়িও রক্ষা পাবে। পয়সার অভাবে অনেক বাড়িই সংরক্ষণ করতে পারেন না মালিকরা। অথচ বাড়িগুলোতে পর্যাপ্ত জায়গা রয়েছে। হোমস্টে সার্ভিস চালু হলে, বাড়ির মালিকদেরও কিছুটা রোজগার বাড়বে। বাড়িগুলোও যত্ন পাবে। পর্যটকরাও বনেদী বাড়িতে রাত্রি যাপনের অভিজ্ঞতা পাবেন। সব মিলিয়ে বাড়িগুলির হাত ধরে কলকাতার ইতিহাসও কিছুটা যত্ন পাবে। 

Comments are closed.