সংক্রমণের নিরিখে কলকাতার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। করোনা রুখতে ফের কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। সংক্রমণে রাস টানতে আপাতত ২৫ টি মাইক্রো কনটেনমেন্ট জোনের কথা ঘোষণা করল কলকাতা পুরসভা। সোমবার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে একথা জানান।
মেয়র জানান, কোনও আবাসন বা ফ্ল্যাটে ৪-৫ জন আক্রান্ত হলেই সেই আবাসনকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। সেই সঙ্গে জনবহুল এলাকা এবং রাস্তা, বাজার প্রভৃতি জায়গায় নিয়মিত স্যানেটাইজেশনের কাজ করবে পুরসভা। পাশাপাশি দোকান-বাজারে মাস্ক ছাড়া বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফিরহাদ আরও জানান, আগামী ১০ থেকে ১৫ তারিখের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে পুরসভা কাজ করছে।
প্রথমে জানা গিয়েছিল, সংক্রমণের নিরিখে শহরের মোট ১৭ টি জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করতে চলছে পুরসভা। যদিও এদিন মেয়রের ঘোষণায় স্পষ্ট যে কনটেনমেন্ট জোন ভবিষ্যতেও বাড়তে পারে। উল্লেখ এবারে এলাকার বদলে নির্দিষ্ট বাড়ি বা আবাসনকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা।
Comments are closed.