কোনও বিশেষ দিন বা অনুষ্ঠান নয়। শহরের শতাধিক বছরের পুরনো হেরিটেজ ভবনগুলো এবার সারা বছরই আলোয় ঝলমল করবে। তেমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকার।
আগে বড় দিন বা পুজো উপলক্ষ্যে শহরের ঐতিহ্যবাহী ভবনগুলোকে সাজিয়ে তোলা হত। তবে এবার থেকে রোজই সে ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি এ নিয়ে কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়। বৈঠকে কলকাতার মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ পর্যটন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন হেরিটেজ ভবনগুলোর দায়িত্বে থাকা কর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, শহরের গ্রেড ওয়ান হেরিটেজ ভবন হিসেবে চিহ্নিত সব ভবনগুলোকে হরেক রকমের আলোয় সাজিয়ে তোলা হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা হেরিটেজ ভবন এবং বেসরকারি মালিকানাধীন ভবনগুলোকেও এই মর্মে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই কলকাতার অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমরিয়ালকে এভাবে হরেক রকম আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে কলকাতা পুরসভার ঐতিহ্যশালী টাউন হলকেও আলোর মালায় মুড়ে ফেলা হয়েছে। রাজ্যের দাবি, শহরের হেরিটেজ সাইটগুলো নিয়ে দীর্ঘ দিন ধরেই এই পরিকল্পনা করা হচ্ছিল। অবশেষে তা বাস্তবায়নের পথে। এর ফলে শহরের পর্যটনও আরও আকর্ষণীয় হয়ে উঠবে। সেই সঙ্গে শতাধিক পুরোনো ঐতিহাসিক ভবনগুলোও বিশেষভাবে পরিচিতি পাবে।
Comments are closed.