হন্যে হয়ে গাড়ির পার্কিং-র জায়গা খুঁজতে হবে না আর, একটা App-ই মুশকিল আসান; শহর জুড়ে শুরু হচ্ছে ‘স্মার্ট পার্কিং’ 

পার্কিংয়ের ফি বাড়ার সঙ্গে সঙ্গে আরও সংগঠিত হচ্ছে শহরের পার্কিং ব্যবস্থা। এবার থেকে গাড়ি পার্ক করার জন্য হন্যে হয়ে জায়গা খুঁজতে হবে না। কলকাতা পুলিশ এবং পুরসভার যৌথ উদ্যোগে ‘স্মার্ট পার্কিং’ অ্যাপ থেকেই মিলবে সব সমাধান। ১ এপ্রিল থেকে শহর জুড়ে শুরু হচ্ছে স্মার্ট পার্কিং অ্যাপ। 

গুগুল প্লে স্টোর থেকে এই অ্যাপ মিলবে। গাড়ির চালকের কাছে যেমন অ্যাপটি থাকবে একই ভাবে পার্কিং প্লেসে থাকা এজেন্টের কাছেও অ্যাপ  থাকবে। যে গন্তব্যে যাবেন, অ্যাপের মাধ্যমে আগে থেকেই দেখে নিতে পারবেন গন্তব্যের আশেপাশে পার্কিংয়ের জায়গা কোথায় রয়েছে। পার্কিং-এ গাড়ি রাখার পর চালকের ফোন নম্বরের মাধ্যমেই ই-পাস মেশিনের মাধ্যমে পার্কিং বিল জেনারেট করা যাবে। গাড়ি বের করার সময় ফের একটি ই স্লিপ পাবেন গাড়ির মালিক। নগদে কোনও লেমদেন হবে না। পুরো লেনদেনের প্রক্রিয়াটাই হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ডিজিটাল পেমেন্ট এপগুলির মাধ্যমে।  

  

Comments are closed.