আগামী বছর থেকে বিসর্জনে আরও বেশি ভাসান কুলি; দূষণ রোধে পদক্ষেপ পুরসভার 

দূষণ রোধে নয়া কৌশল নিল কলকাতা পুরসভা। প্রতিমার কাঠামো তুলতে ক্রেনের পরিবর্তে আরও বেশি সংখ্যায় ভাসান কুলিকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা। এমনটাই জানালেন, মেয়র ফিরহাদ হাকিম। এর ফলে দূষণ রোধের পাশপাশি কাঠামো তোলার কাজও আরও দ্রুত হবে। 

ঠাকুর বিসর্জনের পর গঙ্গা থেকে ক্রেনে করে কাঠামো তুলে দেওয়া হয়। কুলিরাও কাঠামো তোলার কাজ করেন। এই কুলিদের ভাসান কুলি বলা হয়ে থাকে। মেয়র ফিরহাদ হাকিম জানান, ভাসানের পর প্রতিমার কাঠামো যেভাবে ক্রেনে করে তোলা হয়, তা দেখতে ভালো লাগে না। অনেকের ভাবাবেগে আঘাত লাগে। একই সঙ্গে এটাও দেখা গিয়েছে, ক্রেনের থেকে দ্রুত ভাসান কুলিরাই কাঠামো তোলার কাজ করতে পারেন। যার ফলে গঙ্গা দূষণও কম হয়। সব দিক বিবেচনা করেই, ক্রেনের পরিবর্তে আরও বেশি করে ভাসান কুলিকে কাজে লাগিয়ে কাঠামো তোলার পরিকল্পনা করেছে পুরসভা। 

রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদের গাইডলাইন মেনে পুজোর ফুল ও অন্যান্য সামগ্রী সরাসরি গঙ্গায় না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। সেই কাজটি যাতে আরও সংগঠিত ভাবে হয়, তা নিয়েও পুরসভার তরফে উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

Comments are closed.