বিসর্জন দেখতে এসে হড়পা বানে মৃত ও আহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর ভাসানে গিয়ে হড়পা বানের জেরে মৃত্যু হয়েছে ৮ জনের। জলপাইগুড়ির মাল নদীতে হরপা বান আসে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার একটি টুইট করেন তিনি। সেখানে লেখেন, দুর্গা ঠাকুর বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বান আছড়ে পড়ে। আটজনের মৃত্যু হয়েছে। ১৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। তিনি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন।

https://twitter.com/MamataOfficial/status/1577901577041739776?t=PowS2QOLWXfK53SDFR7m4A&s=19

এছাড়াও এই ঘটনায় দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 03561230780 / 9073936815 এই দুটি নম্বর চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনওরকম সাহায্যের জন্য ২৪ ঘণ্টা এই নম্বরে ফোন করা যাবে বলে জানিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ, সিভিল ডিভেন্স এবং স্থানীয় যুবক ও ভলান্টিয়ারদের সাহায্যে মোট ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

বিসর্জনের জন্য মাল নদীর শুকনো খাতে বোল্ডার ফেলা হয়েছিল। যেদিকে বিসর্জন হচ্ছে, সেদিকে যেন স্রোতের টান থাকে। বুধবার রাতে হঠাৎ করে হড়পা বান আসায় যেদিকে বিসর্জন হচ্ছিল, সেদিকেই জলের স্রোত আসে এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তলিয়ে যান বহু মানুষ।

Comments are closed.