এখনই থামছে না বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষণের পূর্বাভাস 

পুজো শেষ। বিষাদের সুর আকাশে বাতাসে। এখনও বেশ কিছু জায়গায় প্রতিমা নিরঞ্জন বাকি রয়েছে। যদিও বাঙালির এখন মন খারাপের সময়। একই অবস্থা প্রকৃতিরও। সেই অষ্টমী থেকে মাঝে মধ্যেই দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছে এখনও সেই পরস্থিতির কোনও পরিবর্তন ঘটছে না। হওয়া অফিসের তরফে এমনটাই জানানো হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ থেকে এখনই ‘বর্ষা’ বিদায় নিচ্ছে না। আরও কয়েক দিন কলকাতা সহ বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই খবর। 

প্রসঙ্গত, পূর্বাভাস মেনেই পুজোতে এবারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। ষষ্ঠী থেকে মাঝে মধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। নবমী থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। যদিও বৃষ্টি মাথায় নিয়েও শহর কলকাতা জন জোয়ার দেখেছে। ছাতা মাথায়, বৃষ্টিতে ভিজে কাতারে কাতারে মানুষ ঠাকুর দেখেছেন। একই পরিস্থিতি জেলাগুলোতেও। দশমীর দিন সন্ধ্যার দিকে আবহাওয়া কছুটা ভালো থাকায় নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন হয়েছে। তবে বৃষ্টি আরও কয়েকদিন হবে বলেই খবর। 

Comments are closed.